হায়দরাবাদে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলতে নামছে বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদের এটি বিদায়ী টি-টোয়েন্টি।
Advertisement
আগের ম্যাচের দল থেকে একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। একাদশে এসেছেন বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিম ও স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদি হাসান। বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী।
বাংলাদেশ একাদশপারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদি হাসান, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।
ভারতীয় একাদশসঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), নিতিশ কুমার রেড্ডি, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুন চক্রবর্তী, রবি বিষ্ণুই, মায়াঙ্ক যাদব।
Advertisement
এমএমআর/জেআইএম