আসন্ন মাসগুলোতে বোয়িং তাদের মোট কর্মীদের মধ্যে থেকে ১০ শতাংশ ছাঁটাই করতে যাচ্ছে। শুক্রবার (১১ অক্টোবার) কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
Advertisement
দুই মাস আগে বোয়িং এর দায়িত্ব নেওয়া কর্মকর্তা কেলি অর্টবার্গ বলেন, আমাদের ব্যবসা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা এক সঙ্গে যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হচ্ছি তা বলা কঠিন।
সম্প্রতি নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে প্লেননির্মাতা কোম্পানিটি। যার মধ্যে অন্যতম হলো নিরাপত্তাজনিস সমস্যা ও কর্মীদের ধর্মঘট। গত পাঁচ বছরে ৩৩ বিলিয়ন ডলারের মতো ক্ষতি হয়েছে বোয়িংয়ের।
অর্টবার্গ বলেন, বর্তমান পরিবেশে নেভিগেট করার বাইরে, আমাদের কোম্পানিকে পুনরুদ্ধার করার জন্য কঠিন সিদ্ধান্তের প্রয়োজন। পাশাপাশি দীর্ঘমেয়াদে গ্রাহকদের জন্য প্রতিযোগিতামূলক থাকতে ও সরবরাহ নিশ্চিত করার জন্য আমাদের কাঠামোগত পরিবর্তন করতে হবে।
Advertisement
বিশ্বজুড়ে বোয়িংয়ের এক লাখা ৭১ হাজার কর্মী রয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রেই রয়েছে এক লাখ ৪৭ হাজার কর্মী।
সূত্র: সিএনএন
এমএসএম
Advertisement