ছাত্র আন্দোলনে নিহত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের শিক্ষার্থী রুদ্র সেনের পরিবারকে তিন লাখ টাকা অনুদান দিয়েছে প্রশাসন।
Advertisement
শনিবার (১২ অক্টোবর) নিহতের পরিবারের সঙ্গে দেখা করে অনুদানের চেক প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের নব-নিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।
এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেন, সহ-উপাচার্যের পিএস ড. সালাহউদ্দিন, ডেপুটি রেজিস্ট্রার ইউনুছ আলী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব উপস্থিত ছিলেন।
গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের ধাওয়া খেয়ে খাল পার হতে গিয়ে মারা যান তিনি। ওই দিন পুলিশ-ছাত্রলীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়।
Advertisement
নাঈম আহমদ শুভ/আরএইচ/জেআইএম