রাজনীতি

শাহবাগ থানার ২০নং ওয়ার্ডের বিএনপির কার্যক্রম স্থগিত

ঢাকা মহানগর দক্ষিণের শাহবাগ থানার ২০নং ওয়ার্ডের বিএনপির সব কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

Advertisement

শনিবার (১২ অক্টোবর) বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সদস্যসচিব তানভীর আহমেদ রবিন এই সিদ্ধান্ত জানিয়েছেন। দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এই সময়ে সংশ্লিষ্ট সবাইকে দলের পরিচয় দিয়ে কোনোরকম কার্যক্রম না চালাতে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।

কেএইচ/এমআরএম/জিকেএস

Advertisement