মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। আজ দেশের কিছু কিছু স্থানে বৃষ্টি হতে পারে। থাকতে পারে গরমের অস্বস্তি।
Advertisement
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ শনিবার ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
অন্যদিকে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ফলে গরম অনুভুত হতে পারে। এদিকে ঢাকায় আজ ভোরে ২০ মিলিমিটার বেগে বৃষ্টি হয়েছে।
আরও পড়ুন যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় মিল্টনের তাণ্ডব, বিদ্যুৎহীন ১৫ লাখ পরিবার সারাদেশে কিছু জায়গায় বৃষ্টি হতে পারে সারাদেশে বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টির আভাসআবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, ঢাকায় আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের বেলায় গরম বেশি অনুভূত হতে পারে। তবে আগামী মঙ্গলবার থেকে সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
Advertisement
তিনি জানান, আগামীকাল রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ৩০ মিলিমিটার বেগে বৃষ্টি হয়েছে নোয়াখালীর হাতিয়ায়। সর্বোচ্চ ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল রংপুরের সৈয়দপুরে।
আরএএস/এমআরএম/এএসএম
Advertisement