দেশজুড়ে

আখাউড়া সীমান্তে দুই ভারতীয় নাগরিক আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। শুক্রবার (১১ অক্টোবর) রাতে উপজেলার বাউতলা এলাকা থেকে বিজিবি তাদেরকে আটক করে।

Advertisement

আটকরা হলেন, ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার জয়পুর এলাকার মান্নান মিয়ার ছেলে মুন্না মিয়া (২৪) ও একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে সোহাগ মিয়া (২১)। তাদেরকে আখাউড়া থানায় সোপর্দ করা হবে।

বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, আটকরা অবৈধ পথে বাংলাদেশে আসেন। ব্যক্তিগত কাজে তারা বাংলাদেশে আসেন বলে বিজিবিকে জানিয়েছেন।

আবুল হাসনাত মো. রাফি/এফএ/জিকেএস

Advertisement