মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুল হক বাদশাকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (১১ অক্টোবর) বিকালে র্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
Advertisement
র্যাবের শ্রীমঙ্গল কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল নোমান জানান, ফজলুল হক বাদশার বিরুদ্ধে সহিংসতা ও নাশকতা মামলা রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বেশ কিছুদিন ধরে তার ওপর নজরদারি চালাচ্ছিল। অবশেষে শুক্রবার তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফজলুল হক বাদশা উপজেলার রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করতেন এবং তার বিরুদ্ধে নানা অভিযোগও রয়েছে। তাকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
ওমর ফারুক নাঈম/আরএইচ/এএসএম
Advertisement