আবারো মুস্তাফিজুর রহমান শো। দুর্দান্ত বোলিং, অসাধারণ ইকনোমি রেট, কার্টার-স্লোয়ারে বিভ্রান্ত গুজরাটের দীর্ঘ ব্যাটিং লাইনআপ। ৪ ওভারে ইকনোমি রেট ৪.২৫। রান দিয়েছেন ১৭টি। উইকেট নিয়েনে ২টি। শিখর ধাওয়ান ব্রেন্ডন ম্যাককালামের ক্যাচটি হাত থেকে ফেলে না দিলে উইকেট হতে পারতো তিনটি।তবুও যে দুর্ধর্ষ বোলিং করলেন মুস্তাফিজ। তাতে গুজরাট লায়ন্সের রানও খুব বেশি দুর এগোয়নি। ৬ উইকেট মাত্র ১২৬ রান। জয়ের জন্য মাত্র ১২৭ রান করতে হবে সানরাইজার্স হায়দারাবাদকে।রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়াম মাঠে টস জিতে গুজরাট লায়ন্সকে ব্যাট করার আমন্ত্রন জানায় সানরাইজার্স হায়দারাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ব্যাট করতে নেমে শুরুতেই ভুবনেশ্বর কুমারের তোপের মুখে পড়ে গুজরাট।দলীয় ২ রানেই হারায় ওপেনার ডোয়াইন স্মিথের উইকেট। স্মিথের ক্যাচটি ধরেন মুস্তাফিজুর রহমান। এরপর মাঠে নেমে একটু ঝড় তোলার চেষ্টা করেছিলেন সুরেশ রায়না। কিন্তু ১০ বলে ২০ রান করার পর বোকারমত ক্যাচ তুলে দেন তিনি। দিনেশ কার্তিক মাঠে নেমে আরও বড় বোকা বনে যান মুস্তাফিজের বলে কেনে উইলিয়ামসনের দুর্দান্ত এক ক্যাচের কারণে। এরপরই ব্রেন্ডন ম্যাককালামের ক্যাচ উঠেছিল মুস্তাফিজের বলে। কিন্তু শিখর ধাওয়ান সেটি তালুবন্দী করতে পারেননি।মইসেস হেনরিক্সের বলে ক্যাচ দিয়ে ফেরেন ম্যাককালাম। ১৮ রান করেন ডোয়াইন ব্র্যাভো। ১৩ বলে ১৮ রান করেন রবীন্দ্র জাদেজাও। তিনিও আউট হন মুস্তাফিজের বলে। গুজরাটের যা একটু লড়াই করেন অ্যারোন ফিঞ্জ। ৪২ বল খেলে ৫১ রানে অপরাজিত থাকেন তিনি।মুস্তাফিজ ছাড়াও ২ উইকেট নেন ভুবনেশ্বর কুমার। ১টি করে উইকেট নেন বারিন্দার স্রান এবং মইসেস হেনরিক্স।আইএইচএস/জেএইচ
Advertisement