দেশজুড়ে

ভোলায় পূজার গেট ভাঙার সময় আটক শিমুল চন্দ্র কারাগারে

ভোলার বাপ্তা এলাকায় শারদীয় দুর্গাপূজার গেট ভাঙার সময় আটক শিমুল চন্দ্র দে (৩৫) নামের সেই যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে তাকে কারাগারে পাঠানো হয়।

এরআগে বুধবার (৯ অক্টোবর) সকালে বাপ্তা শক্তি সংঘ শ্রী শ্রী দুর্গা মন্দিরের রাস্তার লাইটিং গেট ভাঙার সময় আটক করা হয় শিমুল চন্দ্রকে। পরে মন্দির কমিটি ও পরিবারের পক্ষ দাবি করা হয় তিনি মানসিক ভারসাম্যহীন। তবে দাবির পক্ষে কোনো কাগজপত্র দেখাতে না পারায় তাকে গ্রেফতার দেখানো হয়।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান পাটোওয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, মন্দির কমিটির সভাপতি ও তার পরিবারের সদস্যরা থানায় এসে ওই যুবককে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেন। কিন্তু দাবির পক্ষে চিকিৎসকের কোনো কাগপজপত্র দেখাতে পারেননি।

ওসি আরও জানান, আটক যুবকের বিরুদ্ধে বুধবার রাতেই ওই পূজামণ্ডপের দায়িত্বে থাকা এসআই মানিক হাওলাদার বাদী হয়ে একটি মামলা করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

জুয়েল সাহা বিকাশ/এসআর/জেআইএম

Advertisement