আন্তর্জাতিক

বিশ্বে ৮ শিশু ও তরুণীর মধ্যে একজন ধর্ষণ-যৌনহয়রানির শিকার

বিশ্বে আট শিশু ও তরুণীর মধ্যে একজন ধর্ষণ-যৌনহয়রানির শিকার। এক্ষেত্রে সবচেয়ে বেশি ভুক্তভোগী আফ্রিকার সাব-সাহারান অঞ্চলে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা এ তথ্য জানিয়েছে।

Advertisement

ইউনিসেফের প্রকাশিত তথ্যে দেখা গেছে, সাত কোটি ৯০ লাখ বালিকা সাব সাহারান অঞ্চলে ধর্ষণের শিকার হয়েছেন, যা প্রতি পাঁচ জনের মধ্যে একজন। নানা সংকটের কারণে এই অঞ্চলে ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই যৌন হয়রানির শিকার হয় তারা।

আরও পড়ুন>

হাসপাতালে চিকিৎসক তরুণী ধর্ষণ-হত্যা, বিক্ষোভে উত্তাল গোটা ভারত ভারতে এবার ধর্ষণের শিকার ৭০ বছরের বৃদ্ধা

কেনিয়ার নাইরোবিতে অবস্থিত ইউনিসেফের শিশু সহিংসতা বিশেষজ্ঞ নানকালি মাকসুদ বলেন, এটি ভয়ঙ্কর চিত্র। এটি প্রজন্মের ট্রমা।

Advertisement

ইউনিসেফ জানিয়েছে, বিশ্বে শিশু ও তরুণীদের মধ্যে ৩৭ কোটি যৌন হয়রানির শিকার, যা আটজনের মধ্যে একজন।

বুধবার প্রকাশিত ইউনিসেফের প্রতিবেদনে আরও বলা হয়েছে, অনলাইন অথবা কথোপোকথনের মাধ্যমে ৬৫ কোটি যৌন হয়রানির শিকার হয়েছেন, যা প্রতি পাঁচ জনের মধ্যে একজন।

ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেন, শিশুদের প্রতি যৌন সহিংসতা আমাদের নৈতিক বিবেকের ওপর একটি দাগ।

তিনি বলেন, এটি গভীর ও দীর্ঘস্থায়ী ট্রমা সৃষ্টি করে। শিশুরা যেখানে নিরাপদ থাকার কথা সেখানেও তারা প্রায়ই হয়রানির শিকার হয়।

Advertisement

সূত্র: আল-জাজিরা

এমএসএম