‘অনেক রোগীর ক্যানসার নির্ণয় হওয়ার পরও অসচেতনতা, অজ্ঞতা ও আর্থিক অসচ্ছলতার কারণে চিকিৎসা নিতে পারেন না। অনেকেই আংশিক চিকিৎসার পর বিরতি দেন বা দিতে বাধ্য হন। ফলে ক্যানসার আরও বিপজ্জনকভাবে ফিরে আসতে পারে। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি জরুরি।’
Advertisement
বৃহস্পতিবার (১০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে স্তন ক্যানসার সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত গোলটেবিল আলোচনায় বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী ও গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যানসার হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন লিখিত বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, ১২তম বারের মতো সারাদেশে স্তন ক্যানসার সচেতনতা দিবসটি পালিত হচ্ছে। এ বছর স্তন ক্যানসার দ্রুত নির্ণয় ও পরিপূর্ণ চিকিৎসার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে। কারণ, অনেক রোগীর ক্যানসার নির্ণয় হওয়ার পরও অসচেতনতা, অজ্ঞতা ও আর্থিক অসচ্ছলতার কারণে চিকিৎসা নিতে পারেন না। অনেকেই আংশিক চিকিৎসার পর চিকিৎসায় বিরতি দেন বা দিতে বাধ্য হন। ফলে ক্যানসার আরও বিপজ্জনকভাবে ফিরে আসতে পারে। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি জরুরি।
গোলটেবিল আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএসএমএমইউয়ের উপাচার্য অধ্যাপক মো. সায়েদুর রহমান, জনস্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্য বিশেষজ্ঞ ড. হালিদা হানুম আখতার, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. আবু জামিল ফয়সাল, স্বাস্থ্য অর্থনীতিবিদ অধ্যাপক সৈয়দ আব্দুল হামিদ, ফোরামের সমন্বয়কারী ও সিওসি ট্রাস্টের প্রতিষ্ঠাতা ট্রাস্টি মোছাররত সৌরভ, জাতীয় প্রেস ক্লাবের নির্বাহী কমিটির সদস্য শাহনাজ পলি, নারী উদ্যোগ কেন্দ্রের নির্বাহী পরিচালক মাশহুদা শেফালী প্রমুখ।
Advertisement
এএএম/এমএইচআর/জেআইএম