পুরোপুরি কাজে ফিরতে পারেননি শাহরিয়ার নাজিম জয়। অথচ কদিন আগেও অভিনয় ও উপস্থাপনায় ব্যস্ত সময় পার করতে হতো এই তারকাকে। সম্প্রতি একটি নতুন ওয়েবফিল্মে কাজ করেছেন তিনি। সেটা নিয়েও আক্ষেপ করছেন এই অভিনেতা। কেন?
Advertisement
ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লের ছবি ‘ত্রিভুজ’-এ অভিনয় করেছেন জয়। কাজটি করে ভীষণ খুশি তিনি। কিন্তু ছবির প্রচার-প্রচারণায়, পোস্টারে ততটা জায়গা তাকে দেওয়া হচ্ছে না, যতটা তার পাওয়ার কথা। এ নিয়ে আক্ষেপ করে তিনি বলেন, ‘এত সুন্দর একটা কাজ মুক্তি পাচ্ছে, অথচ পোস্টারে কোথাও আমার ছবি দেখেছেন? কেন পোস্টারে আমার ছবি ব্যবহার করেনি? আমার কোনো ক্ষোভ নেই। তারা তাদের ব্যবসায়িক দিকটা দেখছে। আমাকে নিয়ে নেগেটিভ আলোচনা আছে, আমার ছবি থাকলে দর্শক ক্ষেপে যাবে, নেগেটিভ কমেন্ট করবে, এ জন্য পোস্টারে আমার ছবি দেয়নি।’
কেন এ রকম হচ্ছে? এসব ঘটনায় পেশাগত কাজ কতটা ক্ষতিগ্রস্থ হচ্ছে? জানতে চাইলে জাগো নিউজকে জয় বলেন, ‘ভীষণ ক্ষতি হচ্ছে। সমাজিকভাবে আমি এখন একজন ভিলেন। আমাকে সেভাবেই উপস্থাপনা করা হয়। এতে তো ক্ষতি হয়, নির্মাতা ও প্রযোজকরা এগুলো আমলে নেয়। তারা মনে করেন, ও ট্রল হচ্ছে, ও তো চিঠি লিখেছে, … খারাপ কাজে সঙ্গে যুক্ত!’
বিনোদন অঙ্গনে শুরুর দিনগুলো জয়ের জন্য ছিল ভীষণ সংগ্রামের। ধীরে ধীরে সেখানে জায়গা করে নিতে হয়েছে তাকে। একপর্যায়ে আবারও ধাক্কা খেতে হয়েছিল জয়কে। আবারও ঘুরে দাঁড়িয়েছিলেন তিনি। তবে এবারের ধাক্কাটা সামলে ওঠা তার জন্য বেশ কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, ‘যখন শোবিজে এসেছিলাম, সময়টা সহজ ছিল না। অনেক স্ট্রাগল করে আসতে হয়েছে। মাঝে আবারও সমস্যায় পড়েছি, আবারও স্ট্রাগল করতে হয়েছে। এখন যখন কাজ করছি, আবারও সমস্যা। এই সমস্যা সমাধান না হলে আমি হারিয়ে যাবো।’
Advertisement
সর্বশেষ সমস্যা থেকে কেন উঠতে পারছেন না জয়? তার অনুষ্ঠান ও অভিনীত নাটক-সিনেমাগুলোর ওপর এর প্রভাবটাই বা কেমন? সে প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি তো বলছি, আমি কোনো অন্যায় করিনি। যেটা করেছি, তার জন্য অনেক শাস্তি পেয়েছি। আমি কিন্তু শিল্পীদের ক্ষমা চাইতে বলেছি। আমি কোনো গ্রুপে ছিলাম না। আমি কী করেছি? একটা চিঠি লেখছি, সেও ১০ বছর আগে। সেটার জন্যও আমি দুঃখ প্রকাশ করেছি। স্বীকার করেছি যে, এটা চাটুকারিতার মধ্যে পরে। যতটা অন্যায় করেছি, সে জন্য লজ্জিত, দুঃখিত, ক্ষমাপ্রার্থী। তারপরও আমাকে সামাজিকভাবে ট্রল, নির্যাতন করা হচ্ছে। আল্লাহর কাছে ক্ষমা চাই। আমাকে যারা অন্যায়ভাবে, সামাজিকভাবে ট্রল, নির্যাতন করছেন, আল্লাহ তাদের হেদায়েত দান করুক।’
আরও পড়ুন: এই চিঠি চাটুকারিতার মধ্যেই পড়ে সমন্বয়কের বার্তা দিলেন জয়, শিল্পীরা মানুষের ঘৃণার মুখে থাকবেননিজের ভুল স্বীকার করে জয় বলেন, ‘আমার কারো প্রতি কোনো ক্ষোভ নেই। আমার কর্মে কোনো না কোনো ভুল ছিল, তাই মানুষ আমার প্রতি ক্ষ্রিপ্ত। এটা আমার একটা শাস্তি হতে পারে, আমি মেনে নিচ্ছি।’
উপস্থাপনা ছাড়া অভিনয়ে নিয়মিত হতে চেষ্টা করছেন শাহরিয়ার নাজিম জয়। বিভিন্ন ওটিটিতে কাজ করছেন তিনি। নতুন কাজের ব্যাপারে কথা হচ্ছে নির্মাতাদের সঙ্গেও।
এমআই/আরএমডি/এএসএম
Advertisement