বাংলাদেশ দল টি-টোয়েন্টি ক্রিকেটটা সেভাবে পারে না, আগের ম্যাচেই সেই সত্যটা স্বীকার করে নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি বলেন, দলের ব্যাটাররা জানে না কীভাবে ১৮০ রান করতে হয়। দ্বিতীয় টি-টোয়েন্টিতে সেই বাংলাদেশের সামনেই ভারত ছুড়ে দেয় ২২২ রানের বিশাল লক্ষ্য।
Advertisement
ফলে এক ইনিংস যেতেই আসলে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল। ৮৬ রানে হারের পর সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে এসে পেসার তাসকিন আহমেদ বললেন, বড় রান হওয়াতেই হেরে গিয়েছি।
টসে জিতে আগে বোলিং বেছে নেওয়া কি ভুল ছিল? তাসকিন অবশ্য তা মনে করেন না। পাওয়ার প্লেতে ভারতের রান ছিল ৩ উইকেটে মাত্র ৪৫। সেটি মনে করিয়ে তাসকিন বলেন, ‘দেখুন, পাওয়ারপ্লেতে আমরা ভালো করেছি। দুর্ভাগ্যজনকভাবে স্পিনারদের খারাপ দিন গিয়েছে। শিশির ছিল, বোলারদের বল গ্রিপ করতে সমস্যা হচ্ছিল। বড় রান হওয়ায় হেরে গিয়েছি। ১৮০ থেকে ১৯০-এর মধ্যে রাখা গেলেও রান তাড়া সম্ভব ছিল।’
দিল্লির উইকেট নিয়ে তাসকিনের কথা, ‘আমরা জানতাম, দিল্লির উইকেটে অনেক রান হবে। কিন্তু আমরা ভালো ব্যাটিং করিনি। দুটি ম্যাচেই উইকেট ভালো ছিল। আমরাই ভালো খেলিনি।’
Advertisement
এমএমআর/এএসএম