সাভারে প্রায় সাড়ে ১৯ লাখ টাকামূল্যমানের ৬০ ড্রাম সয়াবিন তেলসহ একটি ট্রাক মহাসড়ক থেকে লুট করেছে ডাকাতরা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
Advertisement
বুধবার (৯ অক্টোবর) ভোরের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার ব্যাংকটাউন এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতদলের মাইক্রোবাসে করে ট্রাকের চালক ও সহযোগীকে ধামরাইয়ে ফেলে যান ডাকতরা।
লুট হওয়া ট্রাকের চালক সেলিম মিয়া বলেন, ‘গতকাল রাতে ডেমরা থেকে সয়াবিন তেলের ৬০টি ড্রাম লোড করে সাভারের নামাবাজারের উদ্দেশ্যে রওয়ানা করি। পরে হেমায়েতপুরের আলমনগর এলাকায় পৌঁছালে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তি গাড়ি থামিয়ে ড্রামে কী আছে এবং গন্তব্য জানতে চান। গন্তব্য ও সয়াবিন তেলের খবর শুনে তিনি আমাদের কাছে যেতে বলেন। আমরা ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন ব্রিজে উঠতেই একটি হাইস মাইক্রোবাস আমাদের গতিরোধ করে। এসময় মাইক্রোবাসটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়।’
তিনি বলেন, ‘পরে কয়েকজন মাইক্রোবাস থেকে নেমে প্রথমে আমাকে ও পরে সহযোগীকে (হেলপার) তাদের মাইক্রোবাসে তুলে নিয়ে জোরপূর্বক ঘুমের ওষুধ খাওয়ান। পরে ধামরাই সুতিপাড়া এলাকায় নিয়ে আমাদের সড়কের পাশে ফেলে রেখে চলে যান।’
Advertisement
ভুক্তভোগী বিশ্বনাথ ট্রেডার্সের মালিক লোকনাথ ঘোষ বলেন, ‘আমরা সাভার নামাবাজারে তেল, চিনি, আটা ও ময়দার ব্যবসা করে আসছি দীর্ঘদিন ধরে। ডেমরা এলাকা থেকে টিকে গ্রুপের শবনম সয়াবিন তেলের ৬০ ড্রাম তেল আমাদের নিজস্ব ট্রাকে লোড করে সাভারে ফেরার সময় লুট করে ডাকাতরা। তেলসহ ট্রাকটির কোনো খোঁজ মিলছে না। থানায় অভিযোগ করতে গেলে ট্রাকের চালকের বক্তব্য অসঙ্গতিপূর্ণ মনে করছে পুলিশ। তাই অভিযোগ করতে একটু বিলম্ব হচ্ছে। অতীতে এ ধরনের ঘটনা আমাদের সঙ্গে ঘটেনি।’
এ বিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) জুয়েল মিয়া বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টির তদন্ত চলছে। জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত আছে।
মাহফুজুর রহমান নিপু/এসআর/জিকেএস
Advertisement