জাতীয়

চট্টগ্রাম বন্দরে ৮ যানবাহনকে ৭৩ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম বন্দর অভ্যন্তরে দ্বিতীয় দিনের অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮ যানবাহনকে ৭৩ হাজার টাকা জরিমানা করেছে বিআরটিএ। বুধবার (৯ অক্টোবর) দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন।

Advertisement

অভিযানে ফিটনেস ও ট্যাক্সটোকেন মেয়াদোত্তীর্ণ হওয়ায় এ অ্যান্ড জে ট্রেডার্সের ৭টি ট্রেইলারকে ৭০ হাজার টাকা এবং এক ট্রেইলার চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে বিআরটিএ চট্টগ্রাম মেট্রো-১ সার্কেলের মোটরযান পরিদর্শক ফাহাদ শিকদার, বিভাগীয় কার্যালয়ের বেঞ্চ সহকারি আল ফরহাদ ও এমিল চাকমা অংশ নেন।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন বন্দর সচিব ওমর ফারুক।

Advertisement

এর আগে মঙ্গলবার অভিযান চালিয়ে সাইফ পাওয়ার টেকের ১০টি যানবাহনকে তিন লাখ টাকা জরিমানা করে বিআরটিএ।

এমডিআইএইচ/এমআইএইচএস/জিকেএস