ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারাদেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও হামলা করে। থানা ও ফাঁড়িতে হামলার পর অস্ত্র-গোলাবারুদ লুট করে নেয় দুর্বৃত্তরা। ৩ সেপ্টেম্বর ছিল অস্ত্র-গোলাবারুদ জমা দেওয়ার শেষ দিন।
Advertisement
এরপর ৪ সেপ্টেম্বর থেকে লুট ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, ৯ অক্টোবর পর্যন্ত ঢাকাসহ সারাদেশে লুট হওয়া বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে ২৯৭টি। এসব অস্ত্র উদ্ধারের ঘটনায় এখন পর্যন্ত ১৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
Advertisement
তিনি বলেন, ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অস্ত্র উদ্ধার অভিযানে ৩৫ দিনে মোট ২৯৭টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতার হয়েছে ১৪৮ জন।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছেরিভলবার ১৭টি, পিস্তল ৭৩টি, রাইফেল ২১টি, শটগান ৩৬টি, পাইপগান ৭টি, শুটারগান ৪০টি, এলজি ২৮টি, বন্দুক ৪১টি, একে-৪৭ একটি, এসএমজি ৫টি, গ্যাসগান ৪টি, এয়ারগান ১০টি, এসবিবিএল ১০টি, টিয়ারগ্যাস লঞ্চার দুটি এবং থ্রি-কোয়াটার দুটি।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, যৌথ অভিযানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার, গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোস্টগার্ড ও র্যাব।
টিটি/এমএইচআর/জিকেএস
Advertisement