রাজধানীর ওয়ারী থানার হানিফ ফ্লাইওভারের নিচে অজ্ঞাতপরিচয়ের (৩৫) এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Advertisement
মঙ্গলবার (৮ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
পথচারী আরিফ জানান, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখেন হানিফ ফ্লাইওভারের নিচে পড়ে ছিলেন ওই ব্যক্তি। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। তিনি আরও জানান, নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি।
Advertisement
ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নাম-পরিচয় শনাক্ত করা যাবে বলেও জানান তিনি।
কাজী আল আমিন/ এসএনআর/এমএস