খেলাধুলা

মাশরাফির অনুপ্রেরণায় লেস্টার সিটি

অনুপ্রেরণা নেয়ার কোন বয়স নেই, নেই কোন সময়, নেই কোন অধ্যায়। অনুপ্রেরণা নিতে শুধু দরকার বাস্তববাদী হওয়া। ফুটবল ক্রিকেট দু প্রান্তের খেলা হলেও সেই ফুটবল থেকেই অনুপ্রেরণা নিচ্ছেন বাংলাদেশের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি। একটু বিশেষ করে বললে, বর্তমান ফুটবল দুনিয়ায় আলোচিত নাম লেস্টার সিটি ফুটবল ক্লাব থেকেই অনুপ্রেরণা নিচ্ছেন কলাবাগানের অধিনায়ক। ইংলিশ প্রিমিয়ার লিগের বাঘা বাঘা দলকে টপকে রুপকথার জন্ম দিয়ে প্রিমিয়ার লিগ শিরোপা ঘরে তুলেছে লেস্টার সিটি। কলাবাগানের হয়ে সময়টা ভালো যাচ্ছেনা মাশরাফির। এখন পর্যন্ত হওয়া তিন ম্যাচের তিনটিতেই হেরেছে তার দল। তবুও ঘুরে দাঁড়ানোর ব্যাপারে সর্বদাই আশাবাদী মাশরাফি। এর আগে কখনো লিগের শুরুতে টানা তিন ম্যাচ হারেননি মাশরাফি। স্বভাবতই কিছুটা হতাশ হওয়ারই কথা মাশরাফির। দেশের শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকা কালের কন্ঠকে দেয়া এক সাক্ষাৎকারে মাশরাফি বলেন, ‘আমি বলব না আমি হতাশ কিংবা সব শেষ হয়ে গেছে বলে ভাবছি। তবে হ্যাঁ, এমন পরিস্থিতি মেনে নেওয়া একটু কঠিনই।’  প্রিমিয়ার লিগের দলগুলোর ধারাবাহিকতাতেও রয়েছে অনিশ্চয়তা। সেটাকেই কাজে লাগিয়ে লেস্টার সিটির মতই কিছু করতে চান মাশরাফি। দলের ক্রিকেটারদের সেই টোটকাই দিলেন দেশ সেরা এই অধিনায়ক। ‘এটাই বলছি ছেলেদের। লেস্টার দলটার নামই-বা কয়জন জানত। লিগের বাকিটা যদি ভালো খেলতে পারি, তাহলে কলাবাগানকেও মনে রাখবে সবাই।’  আরআর/এমএস

Advertisement