হবিগঞ্জের মাধবপুরে প্রায় সাড়ে চার কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
Advertisement
মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়ন।
এতে উল্লেখ করা হয়, সোমবার সন্ধ্যায় ৫৫ বিজিবির একটি টহলদল ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন কাঠের গুঁড়ার বস্তা বোঝাই একটি ট্রাক আটক করা হয়।
আরও পড়ুনকাজের সন্ধানে এসে কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিক আটক হবিগঞ্জে সাবেক দুই এমপির বিরুদ্ধে মামলাপরে ট্রাকটি তল্লাশি চালিয়ে সাড়ে ৩ হাজার পিস ভারতীয় শাড়ি উদ্ধার করে বিজিবি। যার আনুমানিক মূল্য চার কোটি ৫৯ লাখ ৩৫ হাজার টাকা।
Advertisement
বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমদাদুল বারী বলেন, ভারতীয় বিপুল পরিমাণ শাড়ি অবৈধভাবে প্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবি ৫৫ এর একটি টিম অভিযান চালায়। অভিযানে সাড়ে তিন হাজার পিস শাড়ি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সৈয়দ এখলাছুর রহমান খোকন/কেএসআর