দেশজুড়ে

কুমিল্লায় একদিন আগে নির্বাচন স্থগিত

চতুর্থ ধাপে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ২নং সরসপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে একদিন আগে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। সুপ্রীম কোর্টের আপিল বিভাগ কর্তৃক বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান গোলাম সরওয়ার মজুমদারের মনোনয়নপত্র বহাল রাখায় শুক্রবার কুমিল্লা নির্বাচন অফিসে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে। বৃহস্পতিবার চেম্বার বিচারপতি মির্জা হোসাইন হায়দার এ আদেশ প্রদান করেন। শনিবার ওই ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা ছিল।  জানা যায়, গত ১১ই এপ্রিল মনোহরগঞ্জ উপজেলার সংশ্লিষ্ট ইউনিয়নের রিটার্নিং অফিসার একটি অডিট আপত্তিতে বর্তমান চেয়ারম্যান গোলাম সরওয়ার মজুমদারের মনোনয়নপত্র বাতিল করেন। পরে তিনি সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার নিকট আপিল করেও প্রার্থীতা ফিরে না পেয়ে উচ্চ আদালতে আপিল করেন। এ বিষয়ে নির্বাচনের রিটার্নিং অফিসার রাজেন্দ্র কুমার নাথ জানান, নির্বাচন কমিশন সরসপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করেছেন। তবে চিঠিতে নির্বাচন স্থগিতের কারণ উল্লেখ করেননি। উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজির হোসেন মিয়া জানান, নির্বাচন কমিশনের নিদের্শনা মোতাবেক নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। জেলা নির্বাচন অফিসে স্থগিতের বিষয়ে নোটিশ লাগানো হয়েছে। জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম এ বিষয়ে জানান, উচ্চ আদালত ও নির্বাচন কশিনের নির্দেশনা মোতাবেক চেয়ারম্যান প্রার্থী গোলাম সরওয়ার মজুমদারের প্রার্থীতা বহাল রাখা হয়েছে। শেষ মূহুর্তে এসে এখন নতুন করে ব্যালট ছাপানোর সুযোগ নেই, তাই ওই ইউনিয়নের নির্বাচন স্থগিত রাখা হয়েছে। কামাল উদ্দিন/এফএ/এমএস

Advertisement