দেশজুড়ে

সুনামগঞ্জের চলতি নদীতে বাল্কহেড চলাচলে নিষেধাজ্ঞা

সুনামগঞ্জের চলতি নদীতে বাল্কহেডসহ বালু ও পাথর পরিবহনে সব ধরনের নৌযান প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে জাগো নিউজকে এ তথ্য জানান সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া।

Advertisement

জেলা প্রশাসনের তথ্যমতে, চলতি নদী সদর উপজেলার উত্তর সীমান্তে অবস্থিত খাসিয়া পাহাড় থেকে উৎপন্ন হয়ে সুরমা নদীতে পতিত হয়েছে। এ নদীতে সরকার অনুমোদিত কোনো বালু বা পাথর মহাল নেই। কিন্তু কিছু দিন ধরে এই নদী থেকে অবাধে বালু ও পাথর উত্তোলন হচ্ছে। যা ফৌজদারি অপরাধের শামিল।

জেলা প্রশাসন আরও জানায়, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন প্রতিরোধের লক্ষ্যে চলতি ও সুরমা নদীর মোহনা থেকে নদীটির প্রবেশ মুখ হয়ে উত্তর সীমান্তের খাসিয়া পাহাড় পর্যন্ত অংশে সব ধরনের বাল্কহেড নৌকাসহ বালু পরিবহনে ব্যবহৃত জলযান প্রবেশ নিষিদ্ধ থাকবে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. ইলিয়াস মিয়া বলেন, প্রশাসন অবৈধভাবে বালু-পাথর উত্তোলন বন্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে।

Advertisement

লিপসন আহমেদ/জেডএইচ/এএসএম