খেলাধুলা

‘ক্রিকেটের থেকে অভিনয়টা ভালো পারেন শেহজাদ’

ক্রিকেটে সময়টা একদমই ভালো যাচ্ছেনা পাকিস্তানের। টানা ভরাডুবির ফলে পাকিস্তানের ক্রিকেট প্রায় বাতিলের খাতায় চলে যাচ্ছে। ওয়ানডে র্যাং কিংয়ে নেমে গেছে নয় নাম্বারে। ক্রিকেটারদের আচরণও একদম যাচ্ছেতাই। উমর আকমল এবং আহমেদ শেহজাদের আচরণ নিয়ে বরাবরই প্রশ্ন তুলে এসেছে মিডিয়া। কিন্তু এবার আর ঠাই হলনা পাকিস্তান ক্রিকেট দলে। আসন্ন ইংল্যান্ড সিরিজে জায়গা হয়নি এই দুই অভিজ্ঞ ব্যাটসম্যানের। এবার এ দুজনকে ধুয়ে দিলেন পাকিস্তানের সাবেক লেগ স্পিনার আবদুল কাদির।  আচরণ নিয়ে সবসময়ই আহমেদ শেহজাদের দিকে আঙুল তুলতেন সাবেক ক্রিকেটাররা। কয়েকদিন আগে হওয়া পাকিস্তানের ঘরোয়া লিগ পাকিস্তান কাপেও ড্রেসিং রুমের আয়না ভেঙে ফেলেছেন ব্যাট দিয়ে। আবদুল কাদিরের মত ক্রিকেটের থেকেও অভিনয়টা ভালো জানেন আহমেদ শেহজাদ। তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় শেহজাদের ক্রিকেটের থেকেও অভিনয়টা ভালো পারেন’। বিশ্বকাপের সময় ইমরান খানের কাছে ব্যাটিং অর্ডারের উপরে নামানোর জন্য নালিশ দিয়েছিলেন উমর আকমল। সেই ভিডিও ধরা পড়লে সকলের অনাগ্রহের পাত্রে পরিণত হন তিনি। আবদুল কাদিরের মেয়ের জামাই উমর আকমল হলেও তাকে বিন্দু মাত্র ছাড় দেননি তিনি। ‘উমর আকমল দলে তার জায়গা হারিয়েছেন নিজের ভুলের কারণে’। পাকিস্তান ক্রিকেটকেও ঠালাওভাবে সাজানোর তাগিদ দিয়েছেন আবদুল কাদির। জুলাইতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাবে পাকিস্তান দল। আরআর/এমএস

Advertisement