দেশজুড়ে

বজ্রপাতে মারা গেলো তিন গরু

সিরাজগঞ্জের রায়গঞ্জে বজ্রপাতে এক পরিবারের তিনটি গরুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার ধানগড়া ইউনিয়নের রৌহা দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গ্রামের কৃষক সাজা সেখের একটি ও তার দুই ছেলের দুটি গাভি বাড়ির পাশের রাস্তায় ঘাস খাওয়ানোর জন্য বেঁধে রেখে আসা হয়। পরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। দুপুর ১টার দিকে বজ্রপাত শুরু হলে গরু তিনটি ঘটনাস্থলেই মারা যায়।

ক্ষতিগ্রস্ত কৃষক সাজা সেখ বলেন, ‘সকালে গরু তিনটি রাস্তার পাশে ঘাস খাওয়ানোর জন্য গাছের সঙ্গে বেঁধে রেখেছিলাম। বজ্রপাত শুরু হলে গরু তিনটি আনতে বের হয়েও যেতে পারিনি। পরে গিয়ে দেখি মারা গেছে।’

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়ালী-উল-ইসলাম জাগো নিউজকে বলেন, বজ্রপাতে তিনটি গাভির মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি। বৃষ্টি বা বজ্রপাতের সময় গরু খোলা মাঠে রাখা যাবে না বলে তিনি জানান।

Advertisement

এম এ মালেক/এসআর/এএসএম