দেশজুড়ে

গাইবান্ধা সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতি বন্ধের দাবিতে বিক্ষোভ

গাইবান্ধা সাব-রেজিস্ট্রি অফিসে দলিল সম্পাদনে অতিরিক্ত টাকা আদায়, জাল দলিল, টাকার বিনিময়ে ভলিয়ম ও বালাম বই ছিঁড়ে ফেলা, একই পে-অর্ডার দাখিল করে একাধিক দলিল সম্পন্ন করার মাধ্যমে শত শত কোটি টাকা লুটপাটের অভিযোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বিভিন্ন রাজনৈতিক দল। তারা অপরাধীদের গ্রেফতারের দাবি জানায়।

Advertisement

মঙ্গলবার (৮ অক্টোবর) বাম প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর উদ্যোগে গাইবান্ধা শহরে গানসাস মার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশ হয়।

সমাবেশে বক্তব্য দেন- বাংলাদেশের ওয়ার্কাস পার্টির পলিট ব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলপ, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের নেতা মনজুর আলম মিঠু, ওয়ার্কাস পার্টির জেলা সভাপতি প্রণব চৌধুরী খোকন, সমাজতান্ত্রিক দল-বাসদের জেলা আহবায়ক গোলাম রাব্বানী, কমিউনিস্ট পার্টি-সিপিবির জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, কৃষক, শ্রমিক, জনতা লীগের জেলা সভাপতি অ্যাডভোকেট মোস্তফা মনিরুজ্জামান, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক রেবতী বর্ম্মন, সাম্যবাদী আন্দোলনের জেলা আহ্বায়ক অ্যাডভোকেট নওশাদুজ্জামান নওশাদসহ অনেকেই।

বক্তারা অবিলম্বে সাব-রেজিস্ট্রি অফিসের দুর্নীতি ও লুটপাটের বিচার বিভাগীয় তদন্তসহ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। ক্ষতিগ্রস্ত ক্রেতাদের ক্ষতিপূরণ এবং জাল দলিল হওয়া জমির আসল দলিল ক্রেতাকে বুঝিয়ে দিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

Advertisement

এছাড়া সমিতির নামে উত্তোলনকৃত সব টাকা ফিরিয়ে দেওয়াসহ অবৈধভাবে টাকা আদায়কারীদের শাস্তি দাবি করেন।

এ এইচ শামীম/জেডএইচ/এএসএম