দেশজুড়ে

খুলনায় মাদক মামলায় চারজনের যাবজ্জীবন

খুলনায় মাদক মামলায় চার আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম করাদণ্ড প্রদান করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার (৮ অক্টোবর) খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় প্রদান করেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, বাগেরহাটের রামপাল নবাবপুর এলাকার মো. আব্দুল্লাহ শেখ, খুলনা নগরীর দক্ষিণ টুটপাড়া এলাকার জাকির হোসেন, বাগেরহাটের শরণখোলার গোলবুনিয়া এলাকার মেহেদী হাসান তুহিন ও পিরোজপুর মঠবাড়িয়া এলাকার বাবুল। রায় ঘোষণাকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের খুলনা জেলা কারাগারে পাঠানো হয়।

আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১১ সালের ১৬ এপ্রিল দুপুরে র‌্যাব-৬ খুলনার একটি ইউনিট অভিযান চালিয়ে নগরীর চানমারী আহমাদীয়া এলাকার একটি ভাড়া বাড়ি থেকে ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে খুলনা সদর থানায় মামলা করা হয়। ওই মামলায় আদালত চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

আলমগীর হান্নান/এফএ/জেআইএম