তথ্যপ্রযুক্তি

বার বার ফোন হ্যাং হলে সমাধান করুন সহজেই

সারাক্ষণ হাতে স্মার্টফোন থাকছে। কখনো হয়তো চ্যাট করছেন কখনো বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন। দিন এমনকি রাতেও দীর্ঘসময় ফোন ব্যবহার করছেন। অনেকের ফোনই মাঝে মাঝে হ্যাং হচ্ছে। কোনো কাজই ঠিক মতো করতে পারেন না।

Advertisement

অনেক সময় রিবুট বা রিস্টার্ট করলে ঠিক হয়ে যায়। তবে তা সাময়িক সময়ের জন্য। দীর্ঘমেয়াদি ঠিক করার জন্য কয়েকটি সহজ উপায় আছে। কোনো মেকানিকের কাছে নিতে হবে না, নিজেই কাজটি করতে পারবেন। জেনে নিন উপায়-

অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল করুনযে অ্যাপগুলো আপনি ব্যবহার করেন না সেগুলো আনইনস্টল করুন। ব্যাকগ্রাউন্ডে চলা অনেক অ্যাপ ফোনের মেমরি এবং প্রসেসরের লোড বাড়িয়ে দেয়।

ক্যাশে পরিষ্কার করুনআপনার ফোনের অ্যাপগুলোর ক্যাশে এবং ডাটা সাফ করুন। এতে ফোনের স্টোরেজ খালি হবে এবং ফোন দ্রুত কাজ করবে।

Advertisement

আরও পড়ুনগরমে স্মার্টফোন বিস্ফোরণ ঠেকাতে যা করতে পারেন

অটোমেটিক আপডেটগুলো বন্ধ রাখুনঅ্যাপগুলোর অটোমেটিক আপডেটগুলো বন্ধ করুন। এতে ফোনে ডাটা সাশ্রয় হবে এবং ব্যাটারিও কম খরচ হবে।

ভাইরাস স্ক্যানএকটি ভালো অ্যান্টিভাইরাস সফটওয়্যার দিয়ে আপনার ফোন স্ক্যান করুন। এটা সম্ভব যে আপনার ফোনে একটি ভাইরাস আছে যা ফোনের গতি কমিয়ে দিচ্ছে।

ফোন ফ্যাক্টরি রিসেটআপনি আপনার ফোন ফ্যাক্টরি রিসেটও করতে পারেন। তবে এটি করার আগে অবশ্যই আপনার ফোনের ডাটা ব্যাকআপ নিন।

মেমোরি কার্ড রিমুভআপনি যদি মেমোরি কার্ড ব্যবহার করেন, তাহলে তা সরিয়ে দেখে নিন ফোন ঠিকমতো কাজ করছে কি না। অনেক সময় মেমরি কার্ডের কারণেও ফোন হ্যাং হতে পারে।

Advertisement

সফটওয়্যার আপডেটআপনার ফোনের সফটওয়্যার সবসময় আপডেট রাখুন। সফটওয়্যার আপডেটে প্রায়ই বাগ ফিক্স এবং পারফরম্যান্সের উন্নতি থাকে।

ফোন ঠান্ডা রাখুনফোন ব্যবহার করার সময় খেয়াল রাখবেন ফোন যেন বেশি গরম না হয়। খুব গরম হলেই ফোন হ্যাং হতে থাকে।

আরও পড়ুননতুন ফোন কেনার আগে খেয়াল রাখুন ৫ বিষয়েফোনের ডাটা দ্রুত ফুরিয়ে যাওয়া আটকাবেন যেভাবে

সূত্র: মেক ইউজ অব

কেএসকে/জেআইএম