দেশজুড়ে

দুর্গাপুরে ঢলের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

নেত্রকোনার দুর্গাপুরে ঢলের পানিতে ডুবে রুসমত খান (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে সড়কের পাশে তাকে দাফন করা হয়।

Advertisement

গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য রুহুল আমীন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, সোমবার বিকেলে পানিতে ডুবে থাকা পুকুরের পাশ দিয়ে যাচ্ছিলেন বৃদ্ধ রুসমত। হঠাৎ পা পিছলে পুকুরের পানিতে পড়ে যান তিনি। এ ঘটনার পর বাড়ি থেকে কিছুটা দূরে তার মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।

টানা তিনদিনের ভারীবর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গাঁওকান্দিয়া ইউনিয়নের বাড়ি-ঘর, রাস্তা, পুকুর, ফসলি জমি পানিতে প্লাবিত হয়েছে।

Advertisement

নিহতের ভাতিজা আলাল খান বলেন, পানিতে পুকুর ডুবে গেছে। কোনদিকে পুকুরের গভীর বোঝার উপায় নাই। এই পুকুরের পাশ দিয়ে আমার চাচা যাওয়ার সময় পানিতে পড়ে মারা গেছেন। চারপাশে পানি, সড়কের পাশে অল্প জায়গায় দাফন করেছি।

ইউপি সদস্য রুহুল আমীন বলেন, আমি খোঁজ নিয়েছি, আজ সকালে দাফন করা হয়েছে।

এইচ এম কামাল/এফএ/জিকেএস

Advertisement