নাঈম ইসলাম জুনিয়র ও এনামুল হক জুনিয়রের বোলিং তোপে দারুণ জয় পেয়েছে মোহামেডান। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে সাত উইকেটের জয়ে পেয়েছে তারা। ফলে চার ম্যাচে তিন জয়ে নিয়ে আবাহনী ও প্রাইম ব্যাংকের সমান ছয় পয়েন্ট পেল ঐতিহ্যবাহী দলটি। গাজী গ্রুপের দেওয়া ১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই এজাজ আহমেদকে হারায় মোহামেডান। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে লঙ্কান ব্যাটসম্যান উপুল থারাঙ্গাকে নিয়ে দলের হাল ধরেন সৈকত আলী। ৭৬ রানের জুটি গড়ে দলের জয়ের পথ গড়ে দেন এ দুই ব্যাটসম্যান। এরপর এ দুই ব্যাটসম্যানের বিদায়ের পর আরিফুল হককে নিয়ে বাকি কাজ শেষ করেন নাঈম ইসলাম। দলের পক্ষে সর্বোচ্চ ৬৯ বলে ৪৭ রান করেন থারাঙ্গা। এছাড়া ৫১ বলে ৪২ রান করেন সৈকত। শেষ পর্যন্ত ১৮.১ ওভার বাকি থাকতেই জয়ে তুলে নেয় মোহামেডান। এর আগে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালই করে তারা। উদ্বোধনী জুটিতে ৩৭ রান যোগ করেন এনামুল হক বিজয় ও শামসুর রহমান শুভ। এরপর নাঈম ইসলাম জুনিয়রের ঘূর্ণিতে পরে তারা।এরপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে গাজী গ্রুপ। শেষ দিকে এনামুল হক জুনিয়রের বোলিং তোপে মাত্র ১৪১ রানেই গুটিয়ে যায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন অধিনায়ক অলক কাপালী। ৬৭ বলে ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে এ রান করেন তিনি। এছাড়া শুভ ২৫ বলে ২৬ ও বিজয় ৫২ বলে ২৩ রান করেন। মোহামেডানের পক্ষে ২৬ রানে ৪টি উইকেট পান এনামুল জুনিয়র। ৩৮ রানে ৪টি উইকেট পান নাঈম জুনিয়র। এছাড়া ২৭ রানে ২টি উইকেট নেন হাবিবুর রহমান। আরটি/এমআর/পিআর
Advertisement