সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খোয়ানোর পর এবার আয়ারল্যান্ডের কাছেও হার দেখলো দক্ষিণ আফ্রিকা। এবার অবশ্য তিন ম্যাচ সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই জিতে নিয়েছিল প্রোটিয়ারা।
Advertisement
তবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে তাদের ৬৯ রানে হারিয়ে হোয়াইটওয়াশ বাঁচিয়েছে আয়ারল্যান্ড। এটি আইরিশদের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয়বারের মতো ওয়ানডে জয়। প্রোটিয়ারা সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে।
আবুধাবিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ২৮৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েছিল আয়ারল্যান্ড। অধিনায়ক পল স্টার্লিং ৯২ বলে ৮ চার আর ৩ ছক্কায় খেলেন ৮৮ রানের ইনিংস।
আরেক ওপেনার অ্যান্ডি বালবির্নি ৭৩ বলে ৪৫, ওয়ান ডাউন কুর্তিস ক্যাম্ফার ৩৬ বলে করেন ৩৪ রান। ৪৮ বলে ৪ বাউন্ডারি আর এক ছক্কায় ৬০ রানের ঝোড়ো ইনিংস খেলেন হ্যারি টেক্টর।
Advertisement
দক্ষিণ আফ্রিকার লিজাড উইলিয়ামস ৫৬ রানে নেন ৪টি উইকেট।
জবাবে ১০ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। ১২৬ রানে ৬ উইকেট হারানোর পর ম্যাচ থেকেই ছিটকে পড়ে প্রোটিয়ারা।
ছয় নম্বরে নামা জেসন স্মিথ বলতে গেলে একাই লড়াই চালিয়ে গেছেন। ২০৯ রানের মাথায় নবম ব্যাটার হিসেবে তিনি ফেরার পর সব আশা ভরসা শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার। স্মিথ ৯৩ বলে ৯ চার আর ৪ ছক্কায় আউট হন ৯১ রানে। এছাড়া কাইল ভেরেন ৩৮ আর ফেহলোখায়ো করেন ২৩ রান।
আয়ারল্যান্ডের গ্রাহাম হুমে আর ক্রেইগ ইয়ং নেন ৩টি করে উইকেট।
Advertisement
এমএমআর/জেআইএম