চাঁদপুরে যৌথবাহিনীর পৃথক অভিযানে অবৈধ অস্ত্রসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৭ অক্টোবর) সকালে গ্রেফতারদের মতলবব উত্তর ও হাইমচর থানায় হস্তান্তর করা হয়।
Advertisement
চাঁদপুর সেনাবাহিনীর মিডিয়া সেলের দেওয়া তথ্যমতে, সন্ত্রাসী কর্মকাণ্ডে অভিযুক্তদের গ্রেফতারে রোববার রাতে হাইমচর উপজেলায় চরডাঙ্গা গ্রামে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুনসাবের হোসেনসহ নেতাকর্মীদের গ্রেফতারের নিন্দা আওয়ামী লীগের শামীম ওসমান নারায়ণগঞ্জবাসীর জন্য অভিশাপ: রাশেদ খানঅভিযানে এস এম কবির, মো. আবু জাফর এবং এস এম ফজলুল রহমানকে স্থানীয় এক বাজার থেকে গ্রেফতার করা হয়। এরপর গ্রেফতারদের হাইমচর থানায় হস্তান্তর করা হয়।
মতলব উত্তরের লধুয়া গ্রামের মো. আব্দুস ছাত্তার ও মো. সোহরাব হোসেনের বিরুদ্ধে আদালতে জবানবন্দি দেওয়ার বাদীর বাড়ি ভাংচুরের চেষ্টার অভিযোগ রয়েছে। এমন অভিযোগে এ দুজনকে গ্রেফতার করা হয়। এরপর তাদের মতলব উত্তর থানায় হস্তান্তর করা হয়। শরীফুল ইসলাম/কেএসআর
Advertisement