রাজধানীর বিমানবন্দর থানার কাওলা এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মো. নুরুজ্জামান (৪০) নামের এক গাড়িচালক নিহত হয়েছেন।
Advertisement
সোমবার (৭ অক্টোবর) রাতে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে রাত ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নুরুজ্জামানকে ঢামেকে নিয়ে আসা জামাল হোসেন জানান, নুরুজ্জামান সিভিল এভিয়েশনের চিফ প্রকৌশলীর গাড়িচালক ছিলেন। কাওলা স্টাফ কোয়ার্টারের সামনে দাঁড়িয়ে থাকার সময় একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে প্রথম স্থানীয় এক হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনশিশু ধর্ষণের অভিযোগে মারধর করে পুলিশে সোপর্দ নারীর মামলায় দুই পুলিশ কর্মকর্তা বরখাস্তনিহত নুরুজ্জামান বরিশাল জেলার গৌরনদী উপজেলার হাজিপাড়া গ্রামের ইসমাইল হোসেনের সন্তান। কর্মসূত্রে রাজধানীর কাওলা এলাকায় বসবাস করতেন।
Advertisement
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
কাজী আল-আমিন/কেএসআর