ক্যাম্পাস

আবরার ফাহাদের স্মরণে জবি ছাত্রদলের মৌন মিছিল

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের পঞ্চম মৃত্যুবার্ষিকীর স্মরণে মৌন মিছিল ও স্মরণসভার আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

Advertisement

সোমবার (৭ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে একটি মিছিল শুরু হয়ে বিজ্ঞান অনুষদ, কলা অনুষদ ঘুরে গুচ্ছ ভাস্কর্য চত্বরে এসে শেষ হয়। পরে এক মিনিট নীরবতা পালন করে ছাত্রদলের নেতাকর্মীরা।

আবরার ফাহাদের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে নিরাপদ ও মুক্ত বুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে এ মৌন মিছিল করে তারা।

মৌন মিছিল শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, বুয়েটের মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে ছাত্রদলের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানাই। আর কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে যেন আবরার ফাহাদের মতো কারো এমন অকাল মৃত্যু না হয়, কোন সন্ত্রাসী সংগঠনের হাতে যেন আর কোনো ফাহাদকে খুন হতে না হয় ছাত্রদল এই প্রতিজ্ঞায় প্রতিজ্ঞাবদ্ধ।

Advertisement

এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরএএস/এমআইএইচএস/এমএস