জাতীয়

আনোয়ারায় পূজা উদযাপন কমিটিকে সিসিটিভি ক্যামেরা প্রদান

চট্টগ্রামের আনোয়ারায় শারদীয় দুর্গোৎসবকে নির্বিঘ্নে করতে আনোয়ারা উপজেলা পূজা উদযাপন কমিটির কাছে সিসিটিভি ক্যামেরা প্রদান করেছেন সাংবাদিক ও কলামিস্ট মোহাম্মদ তৌহিদুল আলম।

Advertisement

সোমবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার আব্দুল জলিল মিলনায়তনে পূজা উদযাপন কমিটির নেতাকর্মীদের হাতে এসব সিসিটিভি ক্যামেরা হস্তান্তর করা হয়।

এ সময় আনোয়ারা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক সাগর মিত্র, সদস্য সচিব প্রদীপ ধর, সাংবাদিক এম আনোয়ারুল হক, নুরুল ইসলাম, মোজাম্মেল হক, হুমায়ুন কবির শাহ্ সুমন, ইউপি সদস্য হাসান তারেক প্রমুখ উপস্থিত ছিলেন।

তৌহিদুল আলম বলেন, যেকোনো পূজা পার্বনকে ঘিরে একটি কুচক্রী মহল সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে উঠেপড়ে লাগে। এসব পরিস্থিতিতে উপাসনালয়গুলোতে পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম না থাকায় দূর্বৃত্তদের চিহ্নিত করা যায় না। ফলে নিরীহ মানুষ হয়রানির শিকার হয়, নষ্ট হয় সাম্প্রদায়িক সম্প্রীতি। সমাজের বিত্তবানদের উচিত উপাসনালয়গুলোতে নিরাপত্তা সরঞ্জাম সংযুক্তিতে মনযোগী হওয়া।

Advertisement

এএজেড/এমআরএম/এএসএম