আন্তর্জাতিক

লেবাননে নতুন স্থল অভিযানের ঘোষণা ইসরায়েলের

লেবাননে নতুন স্থল অভিযানের ঘোষণা দিয়েছে ইসরায়েল। এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, রিজার্ভ বাহিনীসহ তাদের ৯১তম ডিভিশনের সৈন্যরা দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করেছে। খবর আল জাজিরার।

Advertisement

ইসরায়েলি সামরিক বাহিনী প্রথম লেবাননে তাদের স্থল অভিযান শুরুর ঘোষণা দেওয়ার এক সপ্তাহ পর নতুন এই অভিযানের খবর সামনে এলো। দখলদার বাহিনী বৈরুতের দক্ষিণ শহরতলীসহ লেবাননের বিভিন্ন অংশ বিমান হামলা অব্যাহত রেখেছে।

এর আগে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বন্দর নগরী হাইফাতে অবস্থিত কারমেল ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এছাড়া তাইবেরিয়াসের পশ্চিমাঞ্চলে অবস্থিত নিমরা ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে বলেও জানিয়েছে হিজবুল্লাহ। 

রোববার ইসরায়েলের বিভিন্ন স্থানে দফায় দফায় হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যম বলছে, হিজবুল্লাহর এসব হামলায় কমপক্ষে ১১ জন আহত হয়েছে।

Advertisement

হাইফার কাছাকাছি বসবাস করেন এমন একজন ইসরায়েলি নাগরিক জানিয়েছেন, তিনি ভয়াবহ শব্দ শুনতে পেয়েছেন। পরবর্তীতে তিনি রেডিওর খবরে জানতে পেরেছেন যে, ওই এলাকায় হামলা চালানো হয়েছে।

আরও পড়ুন: লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২ হাজার ছাড়িয়েছে বৈরুত বিমানবন্দরের বাইরে ভয়াবহ বিস্ফোরণ

এদিকে লেবাননের রাষ্ট্রীয় ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, পশ্চিম বেকা উপত্যকার কালিয়া শহরের একটি বাড়িতে বোমা হামলা চালানো হয়েছে। ওই হামলায় দুইজন নিহত হয়েছে। গত দুপ্তাহ ধরে ইসরায়েলি বাহিনীর হামলায় লেবাননের বিভিন্ন স্থানে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে আরও বহু মানুষ।

টিটিএন

Advertisement