জাতীয়

সব পক্ষের সঙ্গে কথা বলে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন

সব পক্ষের সঙ্গে কথা বলে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করার কথা বলেছেন তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, সাংবাদিক সংগঠনগুলোকে সাংবাদিকদের স্বার্থ রক্ষায় কাজ করা উচিত।

Advertisement

আজ সোমবার (৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে মিডিয়া সাপোর্ট নেটওয়ার্ক আয়োজিত ‘সংবাদ মাধ্যম সংস্কার: কেনো? কিভাবে?’ শীর্ষক একটি মুক্ত আলোচনায় তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এসব কথা বলেন।

এসময় নাহিদ ইসলাম বলেন, জুলাই বিপ্লবে সাংবাদিকদের পক্ষ থেকে ‘রেজিসটেন্স’ ছিল না। এর ফলে মিডিয়ার ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। ইলেকট্রনিক মিডিয়াতে আন্দোলন নিয়ে অনেক তথ্য প্রচার হয়নি, এসব আলোচনার বিষয়।

তথ্য উপদেষ্টা বলেন, সামনের দিনে সাংবাদিকদের আরও পেশাদারত্বের জায়গায় নিয়ে আসার মাধ্যমে তরুণদের এই পেশায় সম্পৃক্ত করার ব্যবস্থা করতে হবে।

Advertisement

নাহিদ ইসলাম আরও বলেন, মাঠ পর্যায়ে অনেক সাংবাদিক নিউজ কাভার করলেও তা প্রচার হয়নি। হাউজের উপরে হাউজ ছিল। এর জবাবদিহিতার দায়িত্ব কে নেবে?

এসআরএস/এসএনআর/জিকেএস