জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাতটি আবাসিক হলে নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে।
Advertisement
রোববার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমানের সই করা এক অফিস আদেশ থেকে এ তথ্য জানানো হয়।
নতুন সাতজন প্রভোস্ট হলেন- শহীদ তাজউদ্দীন আহমদ হলে ইতিহাস বিভাগের অধ্যাপক ড. খো. লুৎফুল এলাহী, শেখ রাসেল হলে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক বোরহান উদ্দিন, শেখ হাসিনা হলে দর্শন বিভাগের অধ্যাপক তারেক চৌধুরী, ফজিলাতুন্নেছা হলে গণিত বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম, বীর প্রতীক তারামন বিবি হলে গণিত বিভাগের অধ্যাপক আবেদা সুলতানা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ভূগোল বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল রকিব এবং প্রীতিলতা হলে সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক নাসরিন সুলতানা।
তাদের সবাইকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থানের শর্তে এ নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে।
Advertisement
অফিস আদেশে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন। প্রচলিত নিয়মে সুবিধা ভোগের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করা যাবে।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে হল প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি নেন এসব হলের প্রভোস্ট।
সৈকত ইসলাম/এমকেআর
Advertisement