তথ্যপ্রযুক্তি

ম্যাকবুক কেনার আগে যে ১০ বিষয় খেয়াল রাখবেন

অ্যাপলের আইফোন ছাড়াও ম্যাকবুক, স্মার্টওয়াচ, আইপড খুবই জনপ্রিয়। একটা ম্যাকবুক কেনা অনেকেরই স্বপ্ন। কেউ আবার জমানো টাকা দিয়ে ম্যাক কেনেন। তবে ম্যাকবুক সম্পর্কে ভালো ধারণা না থাকায় আপনার জন্য সঠিক পণ্যটি বুঝে কিনতে পারেন না। এজন্য ম্যাকবুক কেনার সময় এবং আগে কয়েকটি বিষয়ে জানা খুবই জরুরি।

Advertisement

অ্যাপল প্রতিবছরই ম্যাকবুকের নতুন নতুন ভার্সন লঞ্চ করছে। খুব শিগগির তাদের সবচেয়ে ছোট ম্যাক আনছে বাজারে। অ্যাপলের দাবি, এর আগে এত ছোট ম্যাক লঞ্চ করেনি সংস্থা।

তবে আপনি যখন ম্যাক কিনতে চাইবেন তখন যেসব বিষয় মাথায় রাখবেন জেনে নিন- ১. মডেল নির্বাচন

আপনার প্রয়োজন অনুযায়ী ম্যাকবুক প্রো বা ম্যাকবুক এয়ারের মধ্যে নির্বাচন করুন। প্রো মডেল বেশি পাওয়ারফুল এবং ডিজাইনারদের জন্য ভালো, এয়ার মডেল লাইটওয়েট এবং পোর্টেবল।

২. প্রসেসর

নতুন এম১ বা এম২ চিপের সুবিধা নিন। এগুলো অধিক কার্যক্ষম এবং ব্যাটারি লাইফও ভালো।

Advertisement

৩. র‍্যাম

৮জিবি র‍্যাম সাধারণ ব্যবহারের জন্য যথেষ্ট, কিন্তু যদি আপনি ভিডিও এডিটিং বা গেমিং করেন, তবে ১৬জিবি বা তার বেশি র‍্যাম বেছে নিন।

আরও পড়ুন আইফোন ১৫ বিস্ফোরণ ঠেকাতে যা করবেন  ৪. স্টোরেজ

আপনার প্রয়োজন অনুযায়ী এসএসডি স্টোরেজ সাইজ নির্বাচন করুন। ২৫৬জিবি থেকে শুরু করে ২টিবি পর্যন্ত বিভিন্ন অপশন রয়েছে।

৫. ডিসপ্লে

রেটিনা ডিসপ্লে উচ্চমানের ছবি ও ভিডিওর জন্য চমৎকার। স্ক্রিন সাইজ এবং রেজোলিউশনের উপরও নজর দিন।

৬. ব্যাটারি লাইফ

মডেল অনুযায়ী ব্যাটারি লাইফের ভিন্নতা থাকতে পারে। দীর্ঘ ব্যাটারি লাইফযুক্ত মডেল বেছে নিন যদি আপনি মোবাইল কাজ করেন।

Advertisement

৭. অপারেটিং সিস্টেম

ম্যাকওএস-এর সর্বশেষ সংস্করণ আছে কি না, তা নিশ্চিত করুন। এতে নতুন ফিচার এবং সিকিউরিটি আপডেট থাকবে।

৮. কানেক্টিভিটি

এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইউএসবি-সি পোর্ট, থান্ডারবোল্ট এবং অন্যান্য কানেকশন অপশনগুলোর দিকে নজর দিন।

৯. গ্যারান্টি ও সাপোর্ট

অ্যাপলের ওয়্যারেন্টি এবং অতিরিক্ত সাপোর্ট পরিকল্পনা সম্পর্কে জেনে নিন। যে স্টোর থেকে কিনছেন সেখানে ভালোভাবে এই বিষয়ে জেনে নিন। নাহলে একটু সমস্যা দেখা দিলেই তা স্ররভিসিং করাতে অনেক টাকা খরচ হয়ে যেতে পারে।

১০. বাজেট

এই কাজটি আগেই করুন, আপনার বাজেট আগে ঠিক করুন। এরপর আপনার বাজেটের মধ্যে সর্বোত্তম অপশনটি নির্বাচন করুন।কেনার আগে কিছু ডিসকাউন্ট বা অফার চেক করুন।

আরও পড়ুন আইফোনে শক্তিশালী পাসকোড তৈরি করবেন যেভাবে  আইফোনের ব্যাটারির আয়ু বাড়ানোর উপায় 

কেএসকে/জিকেএস