দেশজুড়ে

নানির সঙ্গে হাঁটতে বেরিয়ে প্রাণ গেলো শিশুর

নানির সঙ্গে প্রাতঃভ্রমণে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে লাবিব (৬) নামে এক শিশুর। রোববার (৬ অক্টোবর) সকালে কুয়াকাটা-ঢাকা মহাসড়ক সংলগ্ন সংযোগ সড়কে পাখিমারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

নিহত লাবিব কুয়াকাটার নবীনপুর গ্রামের জাকারিয়া জাহিদ নামের এক পর্যটন ব্যবসায়ীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, নানি জামিলা খাতুন সকালে লাবিব ও তার ছোটভাই লিহানকে নিয়ে প্রাতঃভ্রমণে বের হন। এ সময় অটোভ্যান দুর্ঘটনায় লাবিব গুরুতর আহত হয়। তাৎক্ষণিক উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার বিস্তারিত জেনেছি। নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ নেই। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Advertisement

আসাদুজ্জামান মিরাজ/এফএ/জেআইএম