গতবছর ডেঙ্গু আক্রান্ত রোগীদের নিয়ে হিমশিম খেতে হয়েছে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালকে। এ বছরও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে চাপ বাড়ছে হাসপাতালটিতে।
Advertisement
শনিবার (৫ অক্টোবর) সকাল ৮টা থেকে আজ রোববার (৬ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছে ৩৩ নতুন রোগী। এই সময়ে মারা গেছেন একজন।
রোববার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অফিস থেকে দেওয়া তথ্যে এসব জানা যায়।
আরও পড়ুন
Advertisement
হাসপাতালটির দেওয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৩ নতুন রোগী ভর্তি হয়েছেন। এর আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন ৮৭ জন। এর মাঝে ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ২৩ জন। এই সময়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে মারা গেছে একজন। বর্তমানে হাসপাতালটিতে ৯৬ জন ডেঙ্গুরোগী ভর্তি আছেন।
৯৬ জন ভর্তি রোগীর মাঝে প্রাপ্তবয়স্ক ৭০ জন এবং ২৬ জন শিশু। আর এদের মাঝে পুরুষ ৫৪ জন এবং নারী ৪২ জন।
এএএম/বিএ/এমএস
Advertisement