দেশজুড়ে

শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে আটক ৬

আশুলিয়ায় শিল্পখাতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে ছয়জনকে আটক করেছে যৌথবাহিনী। এছাড়াও আরও দুই মামলায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

রোববার (৬ অক্টোবর) দুপুরে আসামিদের আদালতে পাঠায় পুলিশ। এর আগে শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় আটককৃতদের আশুলিয়া থানায় হস্তান্তর করে যৌথবাহিনী।

আটকৃতরা হলেন- গিয়াস উদ্দীন, আবুল হোসেন নিমাই, মাহির, আরিফ, তাহেরুল ইসলাম ও রাজু আহমেদ। তারা সবাই আশুলিয়ার পলাশবাড়ি এলাকার বসবাস করে।

পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরে আশুলিয়া শিল্পাঞ্চলে কিছু দুষ্কৃতকারী বিশৃঙ্খলা তৈরি করে আসছে। ফলে শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটছে। এ নিয়ে প্রায় প্রতিদিনই শিল্পাঞ্চলে কিছু কারখানা বন্ধ রাখছে মালিকপক্ষ। এ ধরনের বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় তাদের আটক করা হয়।

Advertisement

এছাড়াও আরও দুই মামলায় ফারুক, মুনাফ মিয়া, গুল রায়হান, সোহাগ ইসলাম নামের পাঁচজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে আশুলিয়া থানা পুলিশ।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, শিল্পখাতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে ছয়জন ও বিভিন্ন মামলায় আরও ৫ জনকে আদালতে পাঠানো হয়েছে।

মাহফুজুর রহমান নিপু/এএইচ/জেআইএম

Advertisement