জাতীয়

ব্যবসায়ীকে তুলে নিয়ে ৮ ঘণ্টা পর ছেড়ে দিলো অপহরণকারীরা

চট্টগ্রামের রাউজানে অপহরণের আট ঘণ্টা পর পুলিশের তৎপরতায় ছাড়া পেয়েছেন আব্দুর রহিম (৩৫) নামের এক ব্যবসায়ী।

Advertisement

শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার জলিলনগর বাসস্ট্যান্ডে এনে অপহরণকারীরা তাকে ছেড়ে দেয়।

এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তরপাড়া আবাসিক এলাকা থেকে অপহৃত হন তিনি।

রাউজান থানার উপপরিদর্শক (এসআই) শিমুল চন্দ্র বলেন, ‘আমাদের তৎপরতায় অপহরণকারীরা তাকে ছেড়ে দিয়েছে। ঘটনাস্থলের ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Advertisement

অপহৃত ব্যবসায়ী আব্দুর রহিম কুমিল্লার লাকসাম উপজেলার উত্তর হওলা ইউনিয়নের শহীদুল ইসলামের ছেলে। পাহাড়তলী চৌমুহনী বাজারে মেসার্স আর এস মেটাল অ্যান্ড ফার্নিচার গ্যালারি নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে।

ভুক্তভোগী আব্দুর রহিম জানান, শনিবার সকাল ১০টার দিকে ঊনসত্তরপাড়া আবাসিক এলাকায় তিনটি মোটরসাইকেলে আসা সাতজনের একটি দল তার গতিরোধ করে। এরপর তার দিকে অস্ত্র তাক করে মোটরসাইকেলের পেছনে বসিয়ে নিয়ে যায়। তারা প্রথমে ওই ব্যবসায়ীকে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গিরিছায়া রেস্টুরেন্টের ওপরে রাবার বাগানে নিয়ে যায়।

এ সময় ব্যবসার কাজে সঙ্গে থাকা এক লাখ ৯ হাজার টাকা হাতিয়ে নেয়। বিকেল ৪টার দিকে অপহরণকারীরা তাকে ডাবুয়ার গহীন পাহাড়ে নিয়ে যায়। সেখানে আরও দুইজন এসে যোগ দেয়। পরে সন্ধ্যায় জলিলনগর বাসস্ট্যান্ডে এনে ছেড়ে দেয়।

এএজেড/বিএ/এমএস

Advertisement