খেলাধুলা

শান্তর ২০২৬ বিশ্বকাপ দলে নেই রিয়াদ!

তার গতবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলাও ছিল অনিশ্চিত। প্রথম দিকে মনে হচ্ছিল মাহমুদউল্লাহ রিয়াদের টি-টোয়েন্টি ক্যারিয়ারই শেষ। এমনকি বিশ্বকাপের আগে ২০২৩ সালে ঘরের মাঠে আফগানিস্তান, ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের সাথে তিন-তিনটি সিরিজে দলে জায়গা হয়নি। নিজেকে তৈরীর সুযোগও পাননি অভিজ্ঞ যোদ্ধা রিয়াদ।

Advertisement

কিন্তু ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে দেশের মাটিতে শ্রীলঙ্কার সাথে ভাল পারফর্ম করে বিশ্বকাপ দলে চলে আসেন রিয়াদ। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে গিয়ে প্রত্যাশা মেটাতে পারেননি।

এবার দেখতে দেখতে আবার টি-টোয়েন্টি বিশ্বকাপ চলে আসছে। আগামী ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আসর বসবে। সেখানে কি রিয়াদের জায়গা হবে?

অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কথা শুনে মনে হলো রিয়াদকে নিয়ে খুব বেশিদূর চিন্তা নেই তার। ‘রিয়াদ ভাইর ব্যাপারটা অবশ্যই আমি যতটুকু বুঝতে পারি, তার জন্য এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ এবং হয়তো উনি নির্বাচকের সঙ্গে কথাও বলবেন। সুতরাং এ বিষয়ে আমি খুব একটা পরিষ্কার না; কিন্তু আমার মনে হয় যে, অবশ্যই নির্বাচক ও বোর্ডের সঙ্গে একটা আলোচনা তো হবেই।’

Advertisement

এআরবি/আইএইচএস/