দেশজুড়ে

তাঁত শিল্পে বিনিয়োগকারীদের সহায়তা করবে সরকার

তাঁত শিল্পে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সরকার সহায়তা করবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

Advertisement

শনিবার (৫ অক্টোবর) বিকেলে নরসিংদী তাঁত বোর্ড মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। এর আগে তিনি নরসিংদী ইউ.এম.সি জুট মিল ও মাধবদীতে বস্ত্র প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন করেন।

বস্ত্র ও পাট উপদেষ্টা বলেন, তাঁত শিল্পের ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা করবে সরকার। যাদের তাঁত মেশিন নেই তাদেরও সহযোগিতা করা হবে। সরকারি প্রতিষ্ঠানগুলো চলতে থাকবে আর লস দেবে শত মানুষ চাকরি করবে এটা তো হয় না। এজন্যই সরকারি প্রতিষ্ঠান চলে না। প্রাইভেট প্রতিষ্ঠান লাভের দিকে তাকায়।

এসময় আরও উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুর রউফ, বিজেএমসির চেয়ারম্যান ফারুক আহম্মেদ, নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ চৌধুরী, পুলিশ সুপার আব্দুল হান্নান।

Advertisement

সঞ্জিত সাহা/জেডএইচ/জেআইএম