ভারতকে উড়িয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে যাত্রা শুরু করেছে নিউজিল্যান্ড। ১৬১ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়ে ভারতীয়দের মাত্র ১০২ রানে গুটিয়ে দিয়েছে কিউইরা। এতে ৫৮ রানের জয় পেয়েছে নিউজিল্যান্ড। টুর্নামেন্টের অন্যতম ফেবারিট ভারতকে হারিয়ে টানা ১০ টি-টোয়েন্টিতে হারের বৃত্ত থেকে বের হলো তারা।
Advertisement
শুক্রবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৬৭ রান করে নিউজিল্যান্ড। সুজি বেটস ও জর্জিয়া প্লিমার দারুণ শুরু এনে দেন কিউইদের।
বেটস ২৪ বলে ২৭ রান করেন আউট হন অরুন্ধতি রেড্ডির বলে ক্যাচ হয়ে। পরের ওভারেই সাজঘরে ফেরত যান জর্জিনাও। ২৩ বলে ৩৪ রানে থামেন তিনি।
দলীয় ৯৯ রানের মাথায় অ্যামেলিয়া কের (২২ বলে ১৩ রান) প্যাভিলিয়নের পথে হাঁটেন। এরপর ইনিংসে দৃশ্যপট বদলে দেন অধিনায়ক সোফি ডেভিন। অসাধারণ এক ইনিংস খেলেন তিনি। ৩৬ বলে ৫৭ রানের (৭ চার) ঝোড়ো ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিনি।
Advertisement
১৯তম ওভারে আউট হওয়ার আগে ২২ বলে ১৬ রান করেন ব্রুক হালিডে। ৫ রানে অপরাজিত ছিলেন ম্যাডি গ্রিন। এতে ৪ উইকেটে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ১৬০ রান।
জবাবে ব্যাট করতে নেমে ৫৫ রানে ৪ উইকেট হারায় ভারত। ইনিংসের দ্বিতীয় ওভারে ওপেনার শেফালি ভার্মাকে (৪বলে ২) নিজের হাতের ক্যাচ বানান ইডেন কার্সন। আরেক ওপেনার স্মৃতি মান্দানাকেও ১২ রানের বেশি করতে দেননি কিউই ডানহাতি অফস্পিনার।
এরপর হারমাপ্রিত কাউরকে তুলে নেন নিউজিল্যান্ড পেসার রোজম্যারি মাইর। ১৪ বলে ১৫ রান করেন ভারতীয় অধিনায়ক।
১৩ রান করে নেন জেমিমা রদ্রিগেজ ও দিপ্তি শর্মা। ১২ রান করেন রিচা ঘোষ। নিচের দিকে দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি। এক ওভার বাকি থাকতেই ১০২ রানে গুটিয়ে যায় ভারত।
Advertisement
নিউজিল্যান্ডের হয়ে ১৯ রানে ৪ উইকেট নেন রোজম্যারি মাইর। ১৫ রানে ৩ উইকেট শিকার করেন লে তাহুহু।
এমএইচ/এমএস