দেশজুড়ে

‘ইসলামের সঙ্গে সাংঘর্ষিক কোনো কনটেন্ট বইতে রাখা যাবে না’

জাতীয় পাঠ্যপুস্তকে ট্রান্সজেন্ডার মতবাদ অন্তর্ভুক্তি বাতিলসহ পাঁচ দফা দাবিতে যশোরে সচেতন ছাত্রসমাজের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

শুক্রবার (৪ অক্টোবর) দুপুর ২টার দিকে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন আল জামিয়াতুল ইসলামিয়া দড়াটানা যশোরের মুহাদ্দিস আমানুল্লাহ কাসেমী, ডা. আবদুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের সহকারী অধ্যাপক ফিরোজ আহমেদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

মানববন্ধনে উত্থাপিত দাবিগুলো হলো জাতীয় পাঠ্যপুস্তক সংস্কার কমিটিতে মানবতার জন্য হুমকি ট্রান্সজেন্ডার মতবাদের ধারক ও বাহকদের বাদ দিয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের ধর্মীয় প্রতিনিধিত্বশীল শিক্ষাবিদদের সম্পৃক্ত করতে হবে। দেশের অভিভাবকদের ভবিষ্যৎ প্রজন্মের সভ্যতা ও সংস্কৃতির ব্যাপারে সচেতন হতে হবে। পাঠ্যপুস্তকে এমন কোনো ভিনদেশি মতাদর্শ প্রচার করা যাবে না, যা দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের সংস্কৃতি ও ইমানি মূল্যবোধে আঘাত করে। এলজিবিটি এবং জেন্ডার আইডিওলজিসহ ইসলামের সঙ্গে সাংঘর্ষিক কোনো কনটেন্ট বইতে রাখা যাবে না।

Advertisement

আরও বলা হয়, গণমানুষের চাহিদাকে আমলে নিয়ে আগামী বছরের জন্য নতুন কারিকুলাম প্রণয়ন করতে হবে, যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম সমাজের অনুভূতির প্রতিফলন থাকতে হবে।

মিলন রহমান/এসআর/এএসএম