বাংলাদেশ সফর শেষে ঢাকা ছেড়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় আনোয়ার ইব্রাহিম ঢাকা ত্যাগ করেন। বিমানবন্দরে তাকে বিদায় জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
Advertisement
এর আগে আজ (শুক্রবার) দুপুর সোয়া ২টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঢাকায় পৌঁছান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তাকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।
আরও পড়ুন আনোয়ার ইব্রাহিমের সফরে খুলবে কি শ্রমবাজারের দুয়ার? মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের একান্ত বৈঠকপরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একান্ত বৈঠক করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
তারা বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন তারা।
Advertisement
এমএইচআর/এএসএম