দেশজুড়ে

স্রোতে ভারতের জলসীমায় দুই জেলে, ধরে নিয়ে গেলো বিএসএফ

রাজশাহীর চারঘাট সীমান্তের পদ্মা নদীর মধ্য জলসীমা থেকে একটি ইঞ্জিনচালিত নৌকাসহ বাংলাদেশিকে দুই জেলেকে ধরে নিয়ে গেছে বিএসএফ।

Advertisement

শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যার দিকে তাকে ধরে যান বিএসএফ সদস্যরা।

তারা হলেন রাজশাহীর চারঘাট উপজেলার চক মুক্তারপুর গ্রামের জেলে মানিক উদ্দিন শেখ (৩৫) ও মোফাজ্জল হোসেন শেখ (৪০)।

বিজিবি সূত্রে জানা গেছে, পদ্মার মধ্য জলসীমা থেকে আটকের পর দুই জেলেকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিএসএফ। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের মুর্শিদাবাদের লালবাগ কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement

রাজশাহী-১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মতিউল ইসলাম মণ্ডল জানান, জেলেরা পদ্মায় বাংলাদেশের জলসীমাতেই মাছ ধরছিলেন। প্রবল স্রোতে নৌকা ভারতীয় জলসীমার কয়েকশ গজ ভেতরে ঢুকে পড়ে। এসময় ৭৩ বিএসএফ ব্যাটেলিয়নের অধীন কাকমারী সীমান্ত ফাঁড়ির একটি টহল দল তাদের ধরে নিয়ে যায়।

তিনি আরও জানান, বিএসএফকে পতাকা বৈঠকের প্রস্তাব পাঠালেও তারা এখনো সাড়া দেননি।

এরআগে চারঘাটের একই সীমান্তে বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় দুই ভারতীয়কে আটক করে বিজিবি। পরে তাদের চারঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার (৩ অক্টোবর) তাদের কারাগারে পাঠানো হয়েছে।

সাখাওয়াত হোসেন/এসআর/এএসএম

Advertisement