খেলাধুলা

রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ মিশন শুরু দক্ষিণ আফ্রিকার

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে উইন্ডিজের মেয়েদের পাত্তাই দেয়নি প্রোটিয়ারা। ১১৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০ উইকেটের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। দুদান্ত জয়ে দারুণ এক রেকর্ডও করেছে তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে এর আগে এত বেশি রানের লক্ষ্য তাড়ায় ১০ উইকেট হাতে রেখে জয় পায়নি কোনো দল।

Advertisement

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এ নিয়ে পঞ্চমবার ১০ উইকেটে জয়ের রেকর্ড হলো। এর মধ্যে সর্বশেষ দুইবারই এই রেকর্ড করলো দক্ষিণ আফ্রিকা। এর আগে ২০২৩ সালে বাংলাদেশের বিপক্ষে ১১৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০ উইকেটে জয় পেয়েছিল তারা।

আজ শুক্রবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজকে ১১৮ রানে আটকাতে সহায়তা করেন ননকুলুলেকো এমলাবা। ২৯ রানে ৪ উইকেট তুলে উইন্ডিজকে একাই ধসিয়ে দেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪১ বলে ৪৪ রানের অপরাজিত ইনিংস খেলেন স্টেফেনি টেইলর। দ্বিতীয় সর্বোচ্চ ২১ বলে ১৭ রান করেন শেমাইনে ক্যাম্পবেলে। ১৩ বলে ১৫ রানের ইনিংস খেলেন জাইদা জেমস। ১১ বলে ১৩ রান করেন দিয়ান্দ্রা দোতিন। এতে ক্যারিবিয়ানদের পুঁজি দাঁড়ায় ৬ উইকেটে ১১৮ রানের।

Advertisement

জবাবে ব্যাট করতে নেমে জোড়া ফিফটিতে জয় নিশ্চিত করেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার লরা উলভারডট ও তাজমিন ব্রিটস। ৫৫ বলে ৫৯ রান (৭ চারে) করেন অধিনায়ক লরা। ৫২ বলে ৫৭ রানের (৬ চারে) ইনিংস খেলেন তাজমিন।

এমএইচ/এএসএম