দেশজুড়ে

ব্যাংক লুটেরারা গার্মেন্টস শিল্প নিয়ে ষড়যন্ত্র করছেন

বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ইসমাইল বলেছেন, গার্মেন্টস মালিকরা এলসির নামে ঋণ নিয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে টাকা পাচার করেছেন। পাচার করার পরে এখন গার্মেন্টস চললে চললো না চললে নাই।

Advertisement

তিনি আরও বলেছেন, নজরুল ইসলামদের (নাসা গ্রুপের কর্ণধার) মতো ব্যাংক লুটেরারা গার্মেন্টস শিল্প নিয়ে ষড়যন্ত্র করছেন।

শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী ঐক্য সংসদের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে তারা শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন।

মাহবুবুর রহমান বলেন, ‘গার্মেন্টস মালিকদের খাঁচাটা পইড়া রইছে, কইলজাডা তো বিদেশে পাঠায়া দিসে। এজন্য গার্মেন্টস মালিকদের এখন গার্মেন্টের প্রতি মায়া-দয়া নাই। ওরাতো টাকা সব বিদেশে পাচার কইরা দিসে। প্রত্যেক গার্মেন্টস মালিক বিদেশে টাকা পাচার করসে। অনেকেই অস্ট্রেলিয়া, লন্ডন, সিঙ্গাপুর সহ বিদেশের বিভিন্ন স্থানে রেস্তোরাঁসহ নানা ধরনের ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন। আমাদের কাছে এসব গার্মেন্টস মালিকের লিস্ট আছে।’

Advertisement

তিনি বলেন, ‘দেশের শ্রমিকরা পরিশ্রম করে বৈদেশিক মুদ্রা দেশে আনে আর গার্মেন্টস মালিকরা দেশের অর্থ বিদেশে পাচার করে। পাচারকারী ও রাজনৈতিক শক্তি যখন এক হয়ে যায় তখন তাদের ধরা মুশকিল। আজকে একদল ব্যাংক লুটেরা, গার্মেন্টস মালিকরা এক হয়েছে। যেমন সালমান এফ রহমান, নাসা গ্রুপের চেয়ারম্যান তারা বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন।’

গার্মেন্টস মালিকরা ষড়যন্ত্র করছেন উল্লেখ করে টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের এই নেতা বলেন, ‘গার্মেন্টস মালিকরা গত ১৬ বছর শেখ হাসিনা ধ্বনি দিয়েছেন। এখন পট পরিবর্তনে চুপ থাকলেও পেছনে থেকে ষড়যন্ত্র করছেন। শ্রমিকদের মধ্যে গুজব ছড়িয়ে দিয়ে শ্রমিকদের বন্দুকের নলের মুখে ঠেলে দিচ্ছেন। নিজের লোকজন দিয়ে গার্মেন্টেস ভাঙচুর করে, আর আমাদের নিরীহ শ্রমিকদের বিরুদ্ধে মামলা দিচ্ছেন, ছাঁটাই করছেন। সেনাবাহিনী, পুলিশের কাছে বিচার দিচ্ছেন।’

‘যারা বিগত দিনে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন, তারা চান দেশে এমন বিশৃঙ্খলা লাগুক যাতে এই সরকার টিকতে না পারে। কারণ এই সরকার এরইমধ্যে বলেছে ব্যাংক লুটেরাদের আইনের আওতায় আনবে। এজন্য নজরুল ইসলামদের মতো ব্যাংক লুটেরারা গার্মেন্টস শিল্প নিয়ে ষড়যন্ত্র করছেন’, বলেন মাহবুবুর রহমান।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/এএসএম

Advertisement