ফরিদপুরের ভাঙ্গায় ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৪ অক্টোবর) তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার দিনগত রাতে তাদের গ্রেফতার করা হয়।
Advertisement
তারা হলেন, ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম সোহাগ ও উপজেলা কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম ইশারত হোসেন।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোকসেদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোটপাড় এলাকা থেকে সাবেক ছাত্রলীগ নেতা সোহাগকে এবং আতাদী থেকে কৃষক লীগ নেতা ইশারতকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে হামলার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
এন কে বি নয়ন/আরএইচ/এএসএম
Advertisement